ইউক্রেনে হামলা চালানোর জেরে রাশিয়ার বিরুদ্ধে চলা নিষেধাজ্ঞা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ভন ডের লেইন। গতকাল ইউরোপিয়ান পার্লামেন্টে দেওয়া ভাষণে তিনি বলেন, আমি এটি স্পষ্ট করে দিতে চাই, এই নিষেধাজ্ঞা থাকবে। এই সময় আমাদের সংকল্প দেখানোর, সন্তুষ্টি দেখানোর নয়। খবর বাংলানিউজের।
এদিন ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা ইউরোপিয়ান পার্লামেন্টের অধিবেশনে যোগ দেন। অধিবেশনে ইউরোপীয় ইউনিয়নের প্রধান জানান, তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করতে কিয়েভ যাবে।