ইউক্রেইনে আগ্রাসন চালানো থেকে রুশ প্রেসিডেন্ট ভ্ললাদিমির পুতিনকে নিবৃত্ত করতে রাশিয়ার ওপর একগাদা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। খবর বিডিনিউজের। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা একথা বলেছেন। মঙ্গলবার পুতিনের সঙ্গে একটি ভিডিও কনফারেন্স কলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাকে নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দেবেন বলে জানিয়েছেন তারা। পুতিনকে কনফারেন্স কলে বাইডেন বলবেন, ইউক্রেইনে আগ্রাসন চললে রাশিয়া এ যাবৎকালের কঠোরতম নিষেধাজ্ঞার সম্মুখীন হবে। এই নিষেধাজ্ঞার কবলে পড়তে পারে রাশিয়ার সবচেয়ে বড় ব্যাংকগুলোসহ প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ মহল এবং রাশিয়ার জ্বালানি উৎপাদকরা।
ইউক্রেইনে হামলা চালানোর জন্য দেশটির সীমান্তের কাছে হাজার হাজার রুশ সেনা মোতায়েন করা থেকে পুতিনকে নিরস্ত করাই এ নিষেধাজ্ঞার লক্ষ্য। ক্রেমলিন অবশ্য এমন অভিপ্রায়ের কথা বরাবরই অস্বীকার করে বলে এসেছে, কেবলমাত্র প্রতিরক্ষার জন্যই ইউক্রেইন সীমান্তে সেনা মোতায়েন করছে রাশিয়া। রাশিয়া-সমর্থিত বিদ্রোহীদের দখল করা অঞ্চল কিয়েভ আবার পুনর্দখলের চেষ্টায় যাতে সামরিক শক্তি ব্যবহার না করে সেই নিশ্চয়তাই মস্কো চায় বলে দাবি করেছে ক্রেমলিন।
ওদিকে, যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনের এক উর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, রাশিয়া আগ্রাসন চালালে তাদেরকে অর্থনৈতিকভাবে শাস্তি দেওয়ার পরিকল্পনা করেছে বাইডেনের টিম।