রাশিয়ার ওপর আবার নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের

| রবিবার , ২৪ আগস্ট, ২০২৫ at ৮:০৬ পূর্বাহ্ণ

ইউক্রেন যুদ্ধ নিয়ে ধৈর্য হারাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। আগামী দুই সপ্তাহের মধ্যে ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের পথে অগ্রগতি না হলে রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন তিনি। খবর বিডিনিউজের।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাস্কায় বৈঠকের এক সপ্তাহ পর শুক্রবার সতর্ক করে ট্রাম্প বলেছেন, আমাদের পরবর্তী করণীয় নিয়ে আমি একটি সিদ্ধান্ত নেব। সেটি হবে খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। রাশিয়ার ওপর ব্যাপক নিষেধাজ্ঞা কিংবা চড়া শুল্ক বা দুটোই চাপানো হতে পারে। আবার এমনও হতে পারে, আমরা কিছুই করব না। আর তাদেরকে বলব, তোমাদের লড়াই তোমরা লড়ো। চলতি সপ্তাহে রাশিয়ার হামলায় ইউক্রেইনে অবস্থিত একটি মার্কিন কারখানা ক্ষতিগ্রস্ত হওয়া এবং কয়েকজন কর্মী আহত হওয়ার ঘটনায় নাখোশ হয়েছেন বলে জানিয়েছেন ট্রাম্প। হোয়াইট হাউজে তিনি সাংবাদিকদের বলেন, আমি এটি (হামলা) নিয়ে, এমনকি যুদ্ধের কোনও কিছু নিয়ে মোটেই খুশি নই। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি শুক্রবার অভিযোগ করে বলেছেন, রাশিয়া তার সঙ্গে পুতিনের বৈঠক ঠেকাতে যথাসম্ভব সবকিছু করছে।

ওদিকে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলছেন, বৈঠকের কোনও আলোচ্যসূচি তৈরি হয়নি। জেলেনস্কি বারবারই পুতিনকে বৈঠকে বসার আহ্বান জানিয়ে এসেছেন এবং বলেছেন, বৈঠকই যুদ্ধ শেষ করার একমাত্র উপায়। ট্রাম্প বলেছিলেন, ১৫ অগাস্ট আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের পর সোমবার টেলিফোনে কথা বলে তিনি পুতিনজেলেনস্কি বৈঠক আয়োজনের প্রক্রিয়া শুরু করেছেন। রাশিয়া এই বৈঠক ঠেকানোর চেষ্টা করছে বলেই অভিযোগ জেলেনস্কির।

পূর্ববর্তী নিবন্ধহামাস যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হলেও গাজা দখলে নেবে ইসরায়েল : নেতানিয়াহু
পরবর্তী নিবন্ধমিশরে সমুদ্রতলে হারিয়ে যাওয়া এক শহরের ধ্বংসাবশেষ উদ্ধার