রামুতে ৭ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য ও তার দুই সহযোগী আটক

কক্সবাজার প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৭ এপ্রিল, ২০২৫ at ১০:৩০ পূর্বাহ্ণ

কক্সবাজারের রামু থানার ওয়ারলেস অপারেটরসহ (কনস্টেবল) তিনজনকে ইয়াবাসহ আটক করেছে কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল বুধবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা এ তথ্য নিশ্চিত করেন।

অভিযানে আটক ৩ জন হলেন সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার পাঙ্গাস গ্রামের আব্দুল ওয়াদুদ খানের ছেলে রামু থানার ওয়ারলেস অপারেটর জাহিদুল ইসলাম (৩৩), চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই থানার কমল মুন্সির হাট এলাকার বাবুল চৌধুরীর ছেলে অভিজিৎ চৌধুরী (৩৫) ও রাউজান উপজেলার বাইন্যারহাট ডাবুয়া এলাকার নান্টু চৌধুরীর ছেলে পূষন চৌধুরী (৩৭)

সিরাজুল মোস্তফা জানান, ইয়াবা বেচাকেনার গোপন খবর পেয়ে গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়। অভিযানে রামু থানার কনস্টেবল জাহিদ ও তার দুই সহযোগীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে সাড়ে ৭ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। এছাড়া তাদের ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ইয়াবা সেবনের সরঞ্জাম ও খালি মদের বোতল। গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মঙ্গলবার রাতেই রামু থানায় একটি মামলার এজাহার দায়ের করা হয়েছে বলে জানান সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা।

পূর্ববর্তী নিবন্ধড্রেজার বসিয়ে বালু উঠানোর সময় আটক ২
পরবর্তী নিবন্ধচন্দনাইশ সমিতি চট্টগ্রামের চক্ষু শিবির সম্পন্ন