রামুতে ১১ জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী ‘বঙ্গবন্ধু উৎসব’

রামু প্রতিনিধি | শুক্রবার , ৮ জানুয়ারি, ২০২১ at ৬:২৮ পূর্বাহ্ণ

কক্সবাজারের রামুতে ১১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে সাতদিনব্যাপি বঙ্গবন্ধু উৎসব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে রামু স্টেডিয়ামে বর্ণাঢ্য এ উৎসবের আয়োজন করা হচ্ছে। আওয়ামী লীগ রামু উপজেলা ও সহযোগী সংগঠনের সমন্বয়ে গঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উৎসব উদযাপন পরিষদ এ উৎসব আয়োজন করছে। আয়োজকেরা জানান, সাত দিনের বঙ্গবন্ধু উৎসবের মঞ্চে প্রতিদিন বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক আলোচনা, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ছড়া-কবিতা পাঠ, গান, নাট্যানুষ্ঠানসহ সাংস্কৃতিক আয়োজন। এ ছাড়াও প্রতিদিনের স্মৃতিচারণ সভায় অংশ নিবেন, বীর মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধুর ঘনিষ্টজন, আওয়ামী লীগের জাতীয় নেতা, জেলা ও উপজেলার নেতৃবৃন্দসহ সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও উৎসবে বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে প্রতিদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনপঞ্জি উপস্থাপন করা হবে। এদিকে এ উৎসব উপলক্ষে গত বুধবার রাতে রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের ওসমান সরওয়ার আলম চৌধুরী মিলনায়তনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উৎসব উদযাপন পরিষদের চেয়ারম্যান ও কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। সভায় উৎসব সফল করতে ৫০১ সদস্যের উদযাপন পরিষদ গঠন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধনৌকায় আস্থা দেখে হুমকি-ধামকির আশ্রয় নিচ্ছে বিএনপি
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধুকে নিয়ে যত বেশি গবেষণা হবে দেশ ততবেশি সমৃদ্ধ হবে