রামুতে মাইক্রো-টমটম সংঘর্ষ, কিশোরের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি | বুধবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:৪৫ পূর্বাহ্ণ

কক্সবাজারের রামুমরিচ্যা আরকান সড়কে মাইক্রো ও ইজিবাইকের (টমটম) মুখোমুখি সংঘর্ষে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও ২ জন। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে রামুর দারিয়ারদিঘী রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম আবু বকর ওরফে বড় মনিয়া (১৮)। তিনি টোয়াইঙ্গাকাটা গুইট্টাবনিয়া এলাকার সাইফুল ইসলামের ছেলে। এ ঘটনায় আহতরা হলেনএকই এলাকার কামাল হোসেনের ছেলে হাবিব উল্লাহ, নবী হোসেনের ছেলে বাবু। এর মধ্যে হাবিব উল্লাহকে কক্সবাজার সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাবু মরিচ্যা আল বারাকা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

রামু থানার ওসি আরিফ হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, রামুমুখী পূবালী ব্যাংকের একটি মাইক্রো গাড়ি এবং মরিচ্যাগামী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন মনিয়া। মাইক্রোর চালককে আটক করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম কাস্টমসে দিনভর সার্ভারের ধীরগতি, শুল্কায়ন কার্যক্রম ব্যাহত
পরবর্তী নিবন্ধদেশে ফ্যাসিবাদী শাসন আর যেন ফিরতে না পারে : মাহমুদুর রহমান