রামুতে দুর্বৃত্তের গুলিতে ‘ডাকাত লেদা পুতু’ নিহত

কক্সবাজার প্রতিনিধি | রবিবার , ২৫ জানুয়ারি, ২০২৬ at ৬:০৪ পূর্বাহ্ণ

রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নে শফিউল আলম প্রকাশ ডাকাত লেদা পুতু নামের এক সন্ত্রাসী দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। গতকাল শনিবার ভোররাতে গর্জনিয়া মাঝিরকাটা ৬ নম্বর ওয়ার্ড বেলতলী এলাকায় এই ঘটনা ঘটে। নিহত লেদা পুতু ওই এলাকার আব্দুল হাকিমের পুত্র ও দুই সন্তানের জনক।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, গভীর রাতে মাঝিরকাটা বেলতলী এলাকায় গোলাগুলি চলছেএমন সংবাদ পেয়ে দ্রুত পুলিশের একটি দল ঘটনাস্থল পৌঁছানোর আগ মুহূর্তেই শফিউল আলম প্রকাশ লেদা পুতুকে দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়।

তবে পরিবারের দাবি, রাতের ভাত খাবার সময় তাকে ডেকে ঘরের বাহিরে বের করে পরিকল্পিতভাবে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। স্থানীয়রা জানান, রামুর পাহাড়ি এলাকার শীর্ষ সন্ত্রাসী কারান্তরীণ শাহীনুর রহমান ওরফে শাহীন ডাকাতের ডান হাত হিসেবে পরিচিত ছিল লেদা পুতু। মিয়ানমার সীমান্ত এলাকা দিয়ে অবৈধ চোরাচালানসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ছিল।

থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, নিহত লেদা পুতুর বিরুদ্ধে হত্যাসহ ১১টা মামলা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচার স্তরের নিরাপত্তা
পরবর্তী নিবন্ধবিশ্বকাপে পাকিস্তানের খেলা নিয়ে সরকারের সিদ্ধান্ত জানার অপেক্ষায় পিসিবি