রামুতে দুই সপ্তাহ ধরে উপজাতি কিশোর নিখোঁজ

রামু প্রতিনিধি | রবিবার , ২০ ডিসেম্বর, ২০২০ at ১১:০৭ পূর্বাহ্ণ

কক্সবাজারের রামুতে মংমং মার্মা (১৪) নামের এক উপজাতি যুবক নিখোঁজ রয়েছেন। নিখোঁজ মংমং মার্মা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের জুমখোলা এলাকার অং ছাগ্য মার্মার ছেলে। এ ঘটনায় গতকাল শনিবার বিকালে রামু থানায় নিখোঁজ ডায়েরি করেছেন ছেলেটির পিতা অং ছাগ্য মার্মা। থানায় দায়েরকৃত ডায়েরিতে উল্লেখ করা হয়েছে-মংমং মার্মা রামুর উপজেলা পরিষদ গেটস্থ টিপু বড়ুয়ার মালিকানাধীন প্রণব ইলেকট্রিকের কর্মচারী ছিলো। গত ৬ ডিসেম্বর ভোরে সে দোকান মালিক টিপু বড়ুয়ার বাড়ি থেকে কাউকে কিছু না বলে বের হয়ে যায়। এরপর থেকে তার সন্ধান মিলছে না। দোকান মালিক ও স্বজনরা এ নিয়ে বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ নিয়ে ভ্রান্ত ধারণা পাল্টাতে চাই: পররাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধপাশ্চাত্য সভ্যতার জ্ঞান-বিজ্ঞানের মূল উৎস ছিল প্রাচ্য