রামুতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

রামু প্রতিনিধি | সোমবার , ৮ জানুয়ারি, ২০২৪ at ৯:৪৬ পূর্বাহ্ণ

কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল আলী আহমদ নামের বৃদ্ধের। নিহত বৃদ্ধের নাম আলী আহমদ (৮২)। রবিবার দুপুর একটার দিকে রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের উত্তর মিঠাছড়ি এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলী আহমদ (৮২) জোয়ারিয়ানালা হাসপাতাল পাড়ার মৃত আজম উল্লাহর ছেলে।

আলী আহমদের ছেলে জুলফিকার আলী ভূট্টো জানিয়েছেন, সকালে ভোট কেন্দ্রে ভোট দিতে যান তার বাবা। ভোট প্রদানের পর রেল দেখার জন্য বাড়ির পাশ্ববর্তী রেল লাইনে যান। এসময় অসতর্কতার কারণে চট্টগ্রাম অভিমুখি কঙবাজার এঙপ্রেসের ধাক্কায় তিনি ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলে প্রাণ হারান তিনি।

রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান রেলের ধাক্কায় আলী আহমদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধচবি অধ্যাপক হামিদা বানুর মৃত্যুতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শোক
পরবর্তী নিবন্ধস্বতন্ত্র প্রার্থী জাফর, বশর, মিজান ও জাপার নুরুল আমিনের ভোট বর্জন