রামুতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

রামু প্রতিনিধি | শনিবার , ৬ জানুয়ারি, ২০২৪ at ৯:১৮ পূর্বাহ্ণ

কক্সবাজারের রামুতে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটির জের ধরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছে। নিহত ভাইয়ের নাম আইয়ুব আলী (৩০)। গতকাল শুক্রবার সকাল ৯ টার দিকে উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের ধেছুয়াপালং কম্বনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। তাদের বড় ভাই মো.আলী জানান, আইয়ুব আলীর ঘরের পানির ট্যাংকে পানি শেষ হয়ে গেলে মটর দিয়ে পানি ভর্তি করার জন্য ছোট ভাই ইয়াসিন আলীর কাছে যায়। এ সময় ইয়াছিন পানি দিতে অনীহা প্রকাশ করলে মটর নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছোট ভাই ইয়াসিন আলী বাড়ি থেকে ধারালো দা নিয়ে বড় ভাই আইয়ুব আলীকে আঘাত করেন। পরে স্বজনেরা গুরুতর আহত অবস্থায় আইয়ুবকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান। এছাড়াও এ দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন পারিবারিক কোন্দল চলে আসছিল বলে জানান তিনি।

স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুল্লাহ জানান, দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। এসব নিয়ে অনেক বিচারও হয়েছে। এর জের ধরের ছোটভাই এ ঘটনা ঘটিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান জানান, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, ট্যাংকে পানি ভর্তি করার মতো তুচ্ছ ঘটনা নিয়ে দুই ভাইয়ের কথা কাটাকাটি হয়। এর জের ধরে ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই মারা যান। ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছি। এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলেই মামলা রেকর্ড করা হবে।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে নৌবাহিনীর কন্টিনজেন্ট পরিদর্শনে নৌ প্রধান
পরবর্তী নিবন্ধনির্বাচন হবে শান্তিপূর্ণ