রামুতে ঘুমন্ত শিশুকে অপহরণ, মুক্তিপণ দাবি

কক্সবাজার প্রতিনিধি | শুক্রবার , ১৫ আগস্ট, ২০২৫ at ৯:৫৯ পূর্বাহ্ণ

কক্সবাজারের রামু উপজেলার দুর্গম পাহাড়ি জনপদ ঈদগড়ে আট বছর বয়সী এক শিশুকে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত বুধবার রাতে ঘুমন্ত অবস্থায় শিশুটিকে অপহরণ করা হয়। অপহরণের পর তাকে মুক্তি দিতে ১০ লাখ টাকা দাবি করছে অপহরণকারী চক্র। অপহৃত শিশু জুই আক্তার () কুমিল্লার কাঞ্চননগরের মো. জুয়েলের কন্যা। কিছুদিন পূর্বে শিশুটি ঈদগড়ের নয়াপাড়ায় তার ফুফির বাসায় বেড়াতে এসেছিল।

ঈদগড় ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য কামরুল ইসলাম কমরু জানান, অপহরণকারীরা শিশুটিকে ফুফির বাড়ি থেকে অস্ত্রের মুখে অপহরণ নিয়ে যায়। এ সময় তার ফুফির মোবাইল ফোনও নিয়ে যায়। পরে শিশুর ফুফির স্বামী কালু ড্রাইভারকে ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাত ৯টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটিকে উদ্ধার বা কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ব্যাপারে রামু থানার ওসি মোহাম্মদ তৈয়বুর রহমান জানান, ‘ঘটনাটি আমরা অবহিত হয়েছি। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ আসেনি। তারপরও খোঁজ নেয়া হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’

পূর্ববর্তী নিবন্ধগৃহকর্তাকে চড় মেরে ডাকাত বলল, ‘বাড়িতে সিসি ক্যামেরা কেন?’
পরবর্তী নিবন্ধমহেশখালী থানার ওসিকে ‘উলঙ্গ করে’ এলাকা ছাড়া করার হুমকি বিএনপি নেতার