রামুতে কাভার্ডভ্যান কেড়ে দিল তরুণ শিক্ষকের প্রাণ

কক্সবাজার প্রতিনিধি | বুধবার , ৭ মে, ২০২৫ at ১০:১৪ অপরাহ্ণ

কক্সবাজারের রামুতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নুরুল আফসার নামের এক শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে কক্সবাজার টেকনাফ সড়কের রামুর খুলিয়া পালং রাবেতা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত নুরুল আবছার উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের পাগলিরবিল ২নং ওয়ার্ডের আলী আহমদের পুত্র ও রাবেতা প্রেসিডেন্সিয়াল মাদ্রাসার সহকারী শিক্ষক। রামু হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, মাদ্রাসা থেকে ক্লাস শেষ করে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে একটি কাভার্ডভ্যানের সাথে আকস্মিক মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ঘটনাস্থলে নিহত হন। এ সময় তার মোটরসাইকেলের পেছনে থাকা মামুন নামের মাদ্রাসার এক কর্মচারী লাফ দিয়ে আত্মরক্ষা পায় বেঁচে যায়।

ওসি বলেন, ঘটনার পরপরই কাভার্ডভ্যানটি আটক করে রাখে স্থানীয়রা। তবে চালক পালিয়ে যেতে সক্ষম হয়। পড়ে আটক করা কাভার্ড ভ্যানটি জব্দ করছে হাইওয়ে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাঙ্গুনিয়ার তরুণ
পরবর্তী নিবন্ধপড়া না পারায় চন্দনাইশে হেফজখানার শিক্ষার্থীকে অমানবিক প্রহার