রামু সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বর্ণাঢ্য আয়োজনে কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হাছানুল ইসলামের সভাপতিত্বে শুরু হয়। দুই দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন রামু সরকারি কলেজের প্রতিষ্ঠাকালীন সাংগঠনিক কমিটির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট আবুল মনসুর চৌধুরী। অনুষ্ঠানে এডভোকেট আবুল মনসুর চৌধুরী এবং প্রতিষ্ঠাতা সদস্য নজির আহমদ কোম্পানিকে ক্রেস্ট দিয়ে সন্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সংগীত শিল্পী বিভাস সেনগুপ্ত।












