নতুন প্রজন্মকে দেশ ও জাতীয় চেতনার সঙ্গে সম্পৃক্ত করতে তাদের পরিপূর্ণভাবে ক্রীড়া ও সংস্কৃতি চেতনায় গড়ে তুলার এই স্লোগান মনে ধারণ করে চারদিন ব্যাপী রামু সরকারি কলেজ এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষ হলো।
কলেজ এর অধ্যক্ষ সুপ্রতিম বড়ুয়া বলেন আমাদের শিক্ষার্থীরা খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় উৎকর্ষতা অর্জনের মাধ্যমেই আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় বিজয় অর্জন করবে। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের পর জাতীয় সঙ্গীত, পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টের সংযোজন ছিল। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের আকর্ষণীয় উপহার, ক্রেস্ট, মেডেল ও সার্টিফিকেট প্রদান করা হয়।