রামু রাবার বাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার 

কক্সবাজার প্রতিনিধি | বুধবার , ১ অক্টোবর, ২০২৫ at ১১:৫১ পূর্বাহ্ণ

রামুর রাবার বাগানে অজ্ঞাত এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ অক্টোবর) সকালে রামু ফায়ার সার্ভিস সংলগ্ন জোয়ারিয়ানালা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড কুলালপাড়া এলাকায় মরদেহটি দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। 

স্থানীয়রা ধারণা করছেন, ঐ যুবককে কোথাও হত্যা করার পর রাবার বাগানে ঝুলন্ত অবস্থায় রেখে যাওয়া হয়েছে। কারণ মরদেহটি ঝুলিয়ে রাখলেও নিহতের শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে। তবে নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি।

রামু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: ফরিদ বিষয়টি নিশ্চিত করে জানান, যুবকটির পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। তার শরীরের আঘাত রয়েছে, এনিয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

পূর্ববর্তী নিবন্ধ‘সময়মতো টিকা দিলে টাইফয়েড আক্রান্ত হওয়ার ঝুঁকি ৭০-৮০ শতাংশ হ্রাস পায়’
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্টে গৃহিণীর মৃত্যু