বান্দরবান জেলার অন্তর্গত উপজেলা নাইক্ষ্যংছড়ি। বান্দরবান জেলা শহর থেকে এ উপজেলার দূরত্ব প্রায় ১২৩ কিলোমিটার। নাইক্ষ্যংছড়ি উপজেলার যোগাযোগের প্রধান একটি সড়ক হলো রামু–নাইক্ষ্যংছড়ি সড়ক। বর্তমানে এ সড়কটি বেহাল দশায় পতিত হয়েছে। রাস্তাটির বেশিরভাগ জায়গা ভেঙে অসংখ্য ছোট বড়ো গর্ত তৈরী হয়েছে। তাছাড়া ছোট দুটি ব্রিজের অবস্থাও করুণ। ধারণক্ষমতার বাইরে যানবাহন চলাচলের কারণে এই ব্রিজ দুটির অবস্থা ভাঙা প্রায়। ফলে রাস্তাটি জনসাধারণ ও যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সদর উপজেলাসহ কয়েকটি গ্রাম ও ইউনিয়নের হাজার হাজার মানুষ নিত্য যাতায়াত করে এই সড়ক দিয়ে। ফলে ভোগান্তির শিকার হচ্ছে স্কুল কলেজের শিক্ষার্থী, রোগীসহ সাধারণ মানুষ। রাস্তা নষ্ট হওয়ার কারণে সন্ধ্যার পরে যাতায়াত করা মোটেও উপযোগী নয়, এমনকি জরুরি রোগীদের নিয়ে যাওয়া প্রায় অসম্ভব। রাস্তার এ দুর্দশায় কোনো যানবাহন শহর থেকে আসতে চায় না। এলেও অতিরিক্ত ভাড়া গুনতে হয়। এতে করে শিক্ষার্থী ও কর্মজীবী মানুষের ভোগান্তির শেষ নেয়। তাই সর্বসাধারণের চলাচলের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে রাস্তা মেরামতের জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি
ছাবিহা জামান
শিক্ষার্থী, চট্টগ্রাম কলেজ।