রামপুর বঙ্গবন্ধু সংসদের উদ্যোগে গত ১৫ ডিসেম্বর সাবেক মেয়র আলহাজ্ব এ বি এম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল, আলোচনা সভা ও গরীব দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। পরে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. সাহেদ আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মামনুর রশীদ পাবেল।
এতে প্রধান অতিথি ছিলেন ২৫ নং রামপুর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবদুস সবুর লিটন, বিশেষ অতিথি ছিলেন মহানগর যুবলীগের সদস্য সাইফুর রহমান পলাশ, মাহবুব আলম আজাদ, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সদস্য আজিজ মিসির, হালিশহর থানা আওয়ামীলীগের সদস্য আওরঙ্গজেব শিবলু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফারহানা আফরোজ জেনিফার, ফিরোজা বেগম ইমন, ছাত্রনেতা হুমায়ুন কবির হিমু, আসাদুজ্জামান বাবু, আতিকুর রহমান জয়, মো. রাসেল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।