রামপুর জুনিয়র ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

| বুধবার , ১৭ মে, ২০২৩ at ৬:২৬ পূর্বাহ্ণ

২৫নং রামপুর ওয়ার্ডে আয়োজিত জুনিয়র ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ওয়ার্ডের কেতুরা মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল খেলায় টিম কেতুরা মসজিদ একাদশ ১০ গোলে ধোপাপাড়া জুনিয়র ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনাল খেলা শেষে আয়োজিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা এম এ নেওয়াজ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মো: রাহী, মহিম, এম মাহিম, মুহাম্মদ রিফাত, রোমান, মো: সৈকত, মো: পারভেজ। পরে অতিথিবৃন্দ বিজয়ী এবং বিজিত দলের অধিনায়ক এবং খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।

পূর্ববর্তী নিবন্ধ১৪ বছর পর ফেডারেশন কাপে আবাহনী-মোহামেডান ফাইনাল
পরবর্তী নিবন্ধসাকিব-তামিমসহ ৫ ক্রিকেটার ছাড়া দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল