চট্টগ্রামের হাটহাজারী উপজেলার এক প্রার্থীর পক্ষে কাজ করায় বিএনপির বহিষ্কৃত সদস্য চিকনদণ্ডী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী জহিরুল আলমের সমার্থীতরা ভোটারের বাড়িতে দলবল নিয়ে হামলার তথ্য পাওয়া গেছে।
ভাইরাল হওয়া ভিডিও তে দেখা যায়, জহিরুলের সঙ্গে থাকা এক অনুসারী রামদা হাতে ওই ভোটারের দিকে বারবার তেড়ে যাচ্ছেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বড় দিঘির পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
চেয়ারম্যান হাসান জামানের মৃত্যুতে পদটি শূন্য হলে নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কিমিশন।
আগামী ২৮ এপ্রিল চিকনদণ্ডী ইউপির উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
হাটহাজারী চেয়ারম্যান পদে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নুরুল আবসার প্রার্থী হয়েছেন।
স্থানীয় এক বাসিন্দা জানান, দুপুর দেড়টার সময় ১২ থেকে ১৫ জনের একটি দল নিয়ে চেয়ারম্যান প্রার্থী জহিরুল এক ভোটারের ঘরে যান।
ভোটার মো: জামাল উদ্দিন অভিযোগ করেন, স্থানিয় প্রার্থীকে বাদ দিয়ে নুরুল আবসারের পক্ষে কেন কাজ করছেন। কাটাকাটির একপর্যায়ে মুহাম্মদ সাজ্জাদ নামের এক ব্যক্তি রামদা উঁচিয়ে তাঁর দিকে তেড়ে আসেন।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাহাদাত হোসেন বলেন, ভুক্তভোগী মামলার প্রস্তুতি নিছেন। ঘটনাটি আমরা দেখেছি।
মুহাম্মদ সাজ্জাদ নামের ওই ব্যক্তিকে খোঁজা হচ্ছে। দ্রুত তাকে গ্রেফতার করা হবে।