খাগড়াছড়ির রামগড়ে পারিবারিক বিরোধের জেরে দুলাভাই দীপক ঘোষকে খুন করে শ্যালক সাগর ত্রিপুরা। গতকাল বুধবার দুপুরে খাগড়াছড়ি জেলা পুলিশের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন খাগড়াছড়ির পুলিশ সুপার মো. নাইমুল হক।
পুলিশ সুপার জানান, দীপক ঘোষের সাথে কনিকা ত্রিপুরার বৈবাহিক সর্ম্পক রয়েছে। সম্প্রতি তাদের মধ্যে পারিবারিক বিরোধ দেখা দেয়। ডিভোর্সের কথা চলছিল। এতে ক্ষুদ্ধ হয়ে গত সোমবার রাতে দীপক ঘোষের বাড়ির সামনে গিয়ে কনিকা ত্রিপুরার ভাই সাগর ত্রিপুরা ও তার সহযোগীরা দীপক ঘোষকে এসএস পাইপ, লাঠি, কাঠের তৈরি ব্যাট দিয়ে আঘাত করে।
পরে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে সেখানেই দীপকের মৃত্যু হয়। ঘটনার পর হত্যা মামলা দায়ের করেন দীপকের বাবা রাঘাল চন্দ্র ঘোষ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে দীপক ঘোষের শ্যালক সাগর ত্রিপুরা ও তার সহযোগী আকাশ নন্দীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত আসামিরা প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং তাদের আদালতে তোলা হবে বলে জানান পুলিশ সুপার।












