খাগড়াছড়ির রামগড়ে স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ইউপি সদস্য মো. মহিউদ্দিনকে বাদী করে রামগড় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি বলেও অভিযোগ করেছে ভুক্তভোগীর পিতা। তিনি জানান, মাদকাসক্ত স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের সহযোগিতায় দিনের পর দিন আমার মেয়েকে ধর্ষণ করে পাতাছড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মহিউদ্দিন। মহিউদ্দিনের শারীরিক নির্যাতন সহ্য করতে না পেরে আমার মেয়ে গত বৃহস্পতিবার (৪ মার্চ) নানীর বাড়িতে চলে আসলে বিষয়টি জানাজানি হয়। পরে ইউপি সদস্য মহিউদ্দিন ও ভুক্তভোগীর স্বামীসহ শ্বশুড়বাড়ির স্বজনদের বিরুদ্ধে মামলা করতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি।
তবে অভিযুক্ত ইউপি সদস্য মহিউদ্দিন বলেন, ‘আমার প্রতিপক্ষ গ্রুপ আমাকে নির্বাচন থেকে দূরে রাখতেই মিথ্যা ষড়যন্ত্র করছে। আমি এই ধরনের ঘটনার সাথে জড়িত না।
রামগড় থানার ওসি সামসুজ্জামানও অভিযোগ অস্বীকার করে বলেন, ধর্ষণের অভিযোগটি বিশ্বাসযোগ্য মনে না হওয়ায় মামলা নেয়া হয়নি। তবে অভিযোগ নিয়ে পুলিশ তদন্ত করছে।