রামগড় উপজেলা যুবলীগ নেতাকে ২ লাখ টাকা জরিমানা

অবৈধভাবে বালু উত্তোলন

খাগড়াছড়ি প্রতিনিধি | সোমবার , ১৬ নভেম্বর, ২০২০ at ৯:৫৪ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির রামগড়ের পূর্ব বলিপাড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও বিপণনের অভিযোগে উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাদেরকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসময় উত্তোলিত বালু জব্দ করা হয়। উপজেলা ভূমি কর্মকর্তা সজিব কান্তি রুদ্র বিষয়টি নিশ্চিত করেন। বিশাল এলাকাজুড়ে বালু উত্তোলনের অভিযোগে গতকাল বিকেল আড়াইটার দিকে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মাহমুদ উল্লাহ মারুফের নেতৃত্বে অবৈধ বালু মহালে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে উপজেলা ভূমি কর্মকর্তা সজিব কান্তি রুদ্র, ১ নম্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শাহ আলম মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধচুয়েটের ১১৮তম সিন্ডিকেট সভা
পরবর্তী নিবন্ধদক্ষিণ আফ্রিকায় সাতকানিয়ার যুবককে শ্বাসরোধ করে হত্যা