রামগড় অনাথালয়ে মানবকল্যাণ ফোরামের খাদ্যসামগ্রী বিতরণ

| রবিবার , ১৬ নভেম্বর, ২০২৫ at ৫:২৫ পূর্বাহ্ণ

মানবকল্যাণ ফোরামবাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে খাগড়াছড়ি রামগড় রামকৃষ্ণ সেবাশ্রম ও বিবেকানন্দ অনাথালয়ে শিশুদের জন্য গত ১৪ নভেম্বর খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ফোরামের সভাপতি শিমুল নন্দী ও সহসভাপতি উদয় সিংহের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন ফোরামের প্রধান উপদেষ্টা আশুতোষ সরকার। আশীর্বাদক ছিলেন অনাথালয়ের সম্পাদক সেবানন্দ মহারাজ। স্বাগত বক্তব্য রাখেন অনাথালয়ের সভাপতি রামেশ্বর শীল। প্রধান অতিথি ছিলেন গবেষক সুদর্শন চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন অমিত হোড়, কাঞ্চন তালুকদার, প্রদীপ দাশ, মনি প্রভা ত্রিপুরা।

বক্তব্য রাখেন অজয় দত্ত, অভি দাশ, শুভ কুন্ড, যাদব দাশ, উজ্জ্বল দে। উপস্থিত ছিলেন সজল চৌধুরী, সন্তোষ চৌধুরী, রুপন দাশ, খোকন চৌধুরী, গৌতম পাল, টিংকু দাশ, দেবাশীষ দত্ত, রনি দাশ বিনয়, সুকান্ত মজুমদার, পলাশ চৌধুরী, উজ্জ্বল দাশ, মিন্টু চৌধুরী, পরিমল চৌধুরী, সুমন দাশ, প্রকাশ দে, রুপন সরকার, সুদর্শন বিশ্বাস, সজল মজুমদার, আশিষ ধর, উজ্জ্বল দাশ, বাপ্পা ঘোষ, সুমন দাশ, তাপস বৈদ্য। অনুষ্ঠানে শিশুদের জন্য তিন মাসের খাদ্যসামগ্রী প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় তালাবদ্ধ ফ্ল্যাটে চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট
পরবর্তী নিবন্ধকৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিল কাপ্তাই উপজেলা ছাত্রদল