পটিয়া প্রতিনিধি : পটিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল জলিল চৌধুরীর সহধর্মিনী হাজী রাবেয়া বেগম (৬০) গতকাল রোববার সকালে নগরীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি….রাজিউন)। তিনি স্বামী, ৩ ছেলে, ২ মেয়ে, নাতি–নাতনি, আত্মীয়–স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল রোববার ধলঘাট ইউনিয়নের মুকুট নাইট বায়তুল মামুর জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।তাঁর মুত্যুতে শোক ও সমবেদনা প্রকাশ করেছেন সাবেক এমপি গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দিন সালাম মিঠু, বদরুল খায়ের চৌধুরী, শফিকুল ইসলাম, আবদুল মোনাফ, চেয়ারম্যান জসিম উদ্দিন মাস্টার, জাহেদুল হক, ইছমাইল চৌধুরী, সিডিএ বোর্ড সদস্য হাজী নজরুল ইসলাম, মুজিবুর রহমান, আনোয়ার হোসেন মিয়া, গাজী মোহাম্মদ মনির এবং মনছুর আমিরী। তারা মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।