বাংলাদেশ শিপিং কর্পোরেশন সী মেনস্ এসোসিয়েশনের সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলামের স্ত্রী রাবেয়া বেগম গত ১১ জুলাই ঈদুল আজহার দিবাগত রাত ৩.১০ টায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে … রাজেউন)। তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর।
মৃত্যুকালে তিনি স্বামী, তিন কন্যা, দুই জামাতা, নাতি-নাতনীসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। একইদিন বাদ আছর হালিশহর আর্টিলারি মোড়ে নামাজে জানাযা শেষে আব্দুর পাড়া কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। তাঁর মৃত্যুতে ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড কাউন্সিলর অধ্যাপক ইসমাইল, গাউসিয়া কমিটি শাপলা, শ্যামলী ও আর্টিলারি মোড় ইউনিট, শাপলা আবাসিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন। তারা মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।