চান্দগাঁও আছিয়া রহমান ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ডা. শহিদুল আলমের ছোট বোন মোছাম্মৎ রাবেয়া বসরী (৩৩) গতকাল মঙ্গলবার ভোর ৫টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। মৃত্যুকালে তিনি স্বামী, ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান। মরহুমার নামাজে জানাযা ঐদিন বেলা ২টায় চান্দগাঁও শেরবাজ খান চৌধুরী বাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। মোছাম্মৎ রাবেয়া বসরীর ইন্তেকালে আঞ্জুমানে খোদ্দামুল মুসলেমীন কেন্দ্রীয় ট্রাস্টি বোর্ডের শাহাব উদ্দিন চৌধুরী, ম্যানেজিং ট্রাস্টি মাওলানা এম এ মতিন, সারজাহ প্রাদেশিক শাখার সভাপতি হাজী মুহাম্মদ দিদারুল আলম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রমুখ গভীর শোক প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।