রাবিপ্রবিতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা

রাঙামাটি প্রতিনিধি | রবিবার , ২১ মে, ২০২৩ at ৬:৩৮ পূর্বাহ্ণ

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২২২০২৩ শিক্ষাবর্ষে ৪ বছর মেয়াদি স্নাতক সম্মান এবং স্নাতক ইঞ্জিনিয়ারিং প্রথম বর্ষে গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ে নিজস্ব হলসহ মোট ৯ টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। তিনটি অনুষদের ৫ টি বিভাগের ১৮০টি আসনের বিপরীতে সর্বমোট ৮ হাজার ৮ শত ৫৫ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। ভাইস চ্যাঞ্জেলর প্রফেসর ড. সেলিনা আখতার বলেন, আমাদের এখানে প্রতিটি হলে উৎসবমুখর পরিবেশ এবং সুষ্ঠু ভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

পরীক্ষা সুষ্ঠু ভাবে পরিচালনার ক্ষেত্রে আমাদের স্বেচ্ছাসেবক দল কাজ করেছে। এদিকে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিবহন সেবার ব্যবস্থা করে দিয়েছে যাতে শিক্ষার্থীরা কোন অসুবিধার সম্মুখীন হতে না হয়।

পূর্ববর্তী নিবন্ধজটিল রোগে আক্রান্তদের পাশে ফজলে করিম
পরবর্তী নিবন্ধগাজী হালদা সড়কটি এখন ২৮ ফুট চওড়া