রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) ২০২৪–২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের জিএসটি গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত রাবিপ্রবি ক্যাম্পাস এবং দুটি উপকেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, রাবিপ্রবি ক্যাম্পাস, মোনঘর রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবং শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৩ হাজার ৪২৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ৬০৩ জন উপস্থিত এবং ৮২৬ জন অনুপস্থিত ছিলেন, উপস্থিতির হার ৭৫ দশমিক ৯১ শতাংশ। রাবিপ্রবির ভাইস–চ্যান্সেলর ড. আতিয়ার রহমান ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।