রাফি স্মৃতি টেবিল টেনিস টুর্নামেন্ট শুরু

| বুধবার , ২০ আগস্ট, ২০২৫ at ১২:৪৭ অপরাহ্ণ

নবীন মেলার ব্যবস্থাপনায় আয়োজিত রাফি স্মৃতি উন্মুক্ত টেবিল টেনিস টুর্নামেন্ট গতকাল মঙ্গলবার সকাল ১০টায় সাফা আর্কেড কনভেনশন সেন্টারে শুরু হয়েছে। টুর্ণামেন্টের উদ্বোধন করেন কর কমিশনার আপীল মিসেস সামিনা ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবীন মেলার সভাপতি জামাল উদ্দিন বাবুল। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব ডিষ্টিক গভর্ণর ইঞ্জিনিয়ার মতিউর রহমান, ডেইলি পিপলস ভিউ সম্পাদক ওসমান গণি মনসুর ও নবীন মেলার সাধারণ সম্পাদক সুবীর কুমার নাথ। অনুষ্ঠান সঞ্চালনে ছিলেন অধ্যাপক সনজীব কুমার সেন। বিভিন্ন স্কুল ও কলেজের প্রায় ৮০ জন খেলোয়াড় এই উন্মুক্ত টেবিল টেনিস প্রতিযোগিতায় অংশ গ্রহণ করছে। খেলা পরিচালনা ও মনিটরিং এর দায়িত্বে ছিলেন অধ্যাপক সনজীব কুমার সেন, হারুন রশীদ ও মাহিদুল হোসেন। আজ ২০ আগস্ট বিকেল ৫টায় ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধএশিয়া কাপের ভারতের দল ঘোষণা সহ-অধিনায়ক হয়ে ফিরলেন গিল
পরবর্তী নিবন্ধক্রিকেটারদের সাথে খোলামেলা আলোচনা বোর্ড পরিচালকদের