রাফা ক্রসিং ছিল একমাত্র পথ যেখান দিয়ে ইসরায়েলের নিয়ন্ত্রণের বাইরে থেকে বাকি বিশ্বের সঙ্গে যোগাযোগের সুযোগ পেতেন গাজার ফিলিস্তিনিরা। রাতভর আকাশ হামলার পর মিশর ও গাজার মধ্যে একমাত্র সীমান্ত পথ রাফা ক্রসিংয়ের গাজা অংশের নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী–আইডিএফ জানিয়েছে, তাদের বাহিনী রাফার পূর্বাংশের বিশেষ এলাকায় রাতভর অভিযান চালিয়েছে। খবর বিডিনিউজের।
রাফা ক্রসিংয়ের গাজা অংশে মঙ্গলবার ইসরায়েলের পতাকা উড়তে দেখা যাচ্ছে। যেখান থেকে বেশিরভাগ বেসামরিক ফিলিস্তিনি এবং কয়েকটি আন্তর্জাতিক সংস্থার লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানিয়েছে আইডিএফ। মঙ্গলবার ভোরে এক সংবাদ ব্রিফিংয়ে আইডিএফ আরও বলেছে, নিরাপত্তার কারণে মঙ্গলবারও গাজা ও ইসরায়েলের মধ্যবর্তী কেরেম শালম ক্রসিং বন্ধ থাকবে। গত রোববার হামাস কেরেম শালম ক্রসিংয়ের গাজা অংশে রকেট হামলা চালায়। যাতে তিন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। সেখানে নিরাপত্তা পুনরায় নিশ্চিত হওয়ার পরই কেবল ওই ক্রসিংটি পুনরায় খুলে দেওয়া হবে বলেও জানিয়েছে আইডিএফ।