রানী-মোহন গুণিজন সম্মাননা পাচ্ছেন আলি আখতার হোসেন ও রাশেদ রউফ

| বৃহস্পতিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৪ at ৭:৩৪ পূর্বাহ্ণ

এবার ‘রানীমোহন গুণিজন সম্মাননা’ পাচ্ছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর প্রধান প্রকৌশলী আলি আখতার হোসেন ও বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক রাশেদ রউফ। পুরস্কার হিসেবে তাঁদের দেওয়া হবে সম্মাননা স্মারক, উত্তরীয় ও নগদ পঞ্চাশ হাজার টাকা। আগামী ২ মার্চ বিকেল সাড়ে ৪টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের এই পদক প্রদান করা হবে।

সম্মাননা অনুষ্ঠানের উদ্বোধন করবেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম। এতে প্রধান অতিথি থাকবেন সংসদ সদস্য মুজিবুর রহমান সিআইপি এবং সভাপতিত্ব করবেন সাহিত্যিক ড. আনোয়ারা আলম। রানীমোহন গুণিজন সম্মাননা পরিষদের সদস্য সচিব অপু বড়ুয়া অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমুরগির খামার থেকে অজগর উদ্ধার
পরবর্তী নিবন্ধহরিহর উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ