যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ ফল এসেছে। বাকিংহাম প্যালেস একথা নিশ্চিত করেছে। খবর বিডিনিউজের।
বিবিসি জানায়, কোভিড আক্রান্ত বড় ছেলে প্রিন্স অব ওয়েলস চার্লসের সংস্পর্শে গিয়েছিলেন ৯৫ বছর বয়সী রানি এলিজাবেথ। চার্লস গত সপ্তাহে কোভিড পজিটিভ হন। বাকিংহাম প্যালেস জানায়, রানির এখন মৃদ্যু ঠান্ডাজনিত উপসর্গ আছে। তবে আগামী সপ্তাহে উইন্ডসরের হালকা কিছু কাজ তিনি চালিয়ে যাবেন। পাশাপাশি রানি চিকিৎসা সেবা নিতে থাকবেন এবং স্বাস্থ্য সংক্রান্ত সব নির্দেশনা মেনে চলবেন বলেও এক বিবৃতিতে জানিয়েছে বাকিংহাম প্যালেস।
বিবিসির রাজপরিবার বিষয়ক এক সংবাদদাতা জানান, রানি এরই মধ্যে পূর্ণ ডোজ কোভিড টিকা নিয়েছেন। তাছাড়া, গত বছর অক্টোবরে নিয়মিত শারীরিক পরীক্ষার জন্য তিনি হাসপাতালে এক রাত ভর্তি ছিলেন।