রানার্স আপ নির্ধারণে প্লে অফ ম্যাচ ৬ ডিসেম্বর

প্রথম বিভাগ ফুটবল লিগ

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ২ ডিসেম্বর, ২০২২ at ১০:৫৪ পূর্বাহ্ণ

অনুপ বিশ্বাস সিজেকেএস সিডিএফএ প্রথম বিভাগ ফুটবল লিগ সমাপ্ত হলেও লিগের রানার্স আপ দল নির্ধারণ করা যায়নি। লিগের সমাপনী দিনে নওজোয়ান বাকলিয়ার বিরুদ্ধে জিতলেই রানার্স আপ হয়ে যেতো। কিন্তু ৮ খেলায় ১৪ পয়েন্ট অর্জনকারী নওজোয়ান তাদের শেষ খেলায় বাকলিয়ার কাছে ৩১ গোলে পরাজিত হয়। এতে করে রানার্স আপ দৌড় থেকে তারা ছিটকে পড়ে। অন্যদিকে রানার্স আপের দাবীদার হয় ১৫ পয়েন্ট করে পাওয়া রাইজিং ষ্টার ক্লাব এবং বাংলাদেশ রেলওয়ে রেঞ্জার্স। রানার্স আপ নির্ধারণের জন্য এই দু’দলের মধ্যে প্লে অফ ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচটির সম্ভাব্য তারিখ আগামী ৬ ডিসেম্বর বলে জানিয়েছেন সিডিএফএ সভাপতি এস এম শহীদুল ইসলাম। আগের দিনেই চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিল কিষোয়ান স্পোর্টিং ক্লাব। বাকি ছিল রানার্স আপ নির্ধারণ। এদিকে কর্নফুলী এবং বাকলিয়া দু’দলের পয়েন্ট ছিল ৭। বাকলিয়া তাদের শেষ খেলায় নওজোয়ানকে পরাজিত করলে অবনমন থেকে রক্ষা পেয়ে যায়। ৯ খেলা শেষে তাদের পয়েন্ট হয় ১০। কর্ণফুলী ক্লাব সমান খেলায় সর্বনিম্ন ৭ পয়েন্ট অর্জন করেছে। তাই আগামী মৌসুমে তাদেরকে দ্বিতীয় বিভাগে খেলতে হবে।

পূর্ববর্তী নিবন্ধনাইনবল ফাইনালে চ্যাম্পিয়ন আয়াজ
পরবর্তী নিবন্ধপ্রেস ক্লাব ক্রীড়ায় ষাটোর্ধ্ব সদস্যদের হিট দ্য স্ট্যাম্প সম্পন্ন