সিজেকেএস-সিডিএফএ আয়োজিত চট্টগ্রাম প্রিমিয়ার ফুটবল লিগ সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার লিগের শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় মাদারবাড়ী উদয়ন সংঘ এবং দ্বিতীয় খেলায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ জয়লাভ করে। ব্রাদার্স ইউনিয়ন আগেই চ্যাম্পিয়ন হয়ে গেলেও রানার্স আপ নির্ধারিত হয় গতকাল। এতে সিটি কর্পোরেশন ৪-২ গোলে গতবারের চ্যাম্পিয়ন কাস্টমসকে হারিয়ে রানার্স আপ হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশন অবশ্য আগেরবারেও রানার্স আপ হয়েছিল। গতকালের ম্যাচ জিতে সিটি কর্পোরেশনের পয়েন্ট হয়েছে ৯ খেলায় ১৭। তাদের পেছনে ছিল কোয়ালিটি স্পোর্টস। তাদের পয়েন্ট ১৬। গতবারের চ্যাম্পিয়ন কাস্টমসের পয়েন্ট ৯ খেলায় ৭। রানার্স আপ হওয়ার দৌড়ে সিটি কর্পোরেশনকে গতকালের ম্যাচে জিততেই হতো। সে লক্ষ্যে প্রথম থেকে তারা উজ্জীবিত হয়ে খেলে। অবশ্য কাস্টমস খেলায় প্রথম গোল করে। খেলার ৫ মিনিটে জাহেদুল আলমের গোলে তারা এগিয়ে যায়। ৪৩ মিনিটে সিটির দিদারুল আলম দুর্দান্ত শটে খেলায় সমতা আনেন। এরপর সিটি কর্পোরেশনের জিল্লুর রহমান এবং এনামুল ইসলাম গাজী ২টি গোল করেন। অন্যদিকে কাস্টমসের বদলী খেলোয়াড় মো. হাছান ১টি গোল পরিশোধ করেন। এ খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশের খেলোয়াড় এনামুল ইসলাম গাজী। তাকে ম্যান অব দ্যা ম্যাচের ক্রেস্ট প্রদান করেন সিজেকেএস কাউন্সিলর শাহজাদা আলম।
এর আগে শেষ ম্যাচে হেরে অপরাজিত থাকার রেকর্ড বজায় রাখতে পারেনি চ্যাম্পিয়ন চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন। ৮ম ম্যাচ পর্যন্ত অপরাজিত থাকা ব্রাদার্স তাদের ৯ম অর্থাৎ শেষ ম্যাচে মাদারবাড়ী উদয়ন সংঘের কাছে ২-১ গোলে পরাজিত হয়। গতকাল প্রিমিয়ার লিগের এই প্রথম খেলায় চ্যাম্পিয়ন ব্রাদার্স ইউনিয়ন তাদের অনেক নিয়মিত খেলোয়াড় ছাড়াই মাঠে নামে। ফলে খর্ব শক্তির ব্রাদার্সকে শুরু থেকেই চেপে ধরে প্রতিপক্ষ উদয়ন। এ থেকে খেলার ১৪ মিনিটেই এগিয়ে যায় তারা। সতীর্থ খেলোয়াড় থেকে যোগান পেয়ে শাকিব চৌধুরী একক প্রচেষ্টায় ঢুকে যান বঙে এবং কিপারের মাথার উপর দিয়ে বল জালে জড়ান (১-০)। ২৫ মিনিটে আবার সুযোগ পায় উদয়ন। এবার তাদের জাতীয় তারকা মামুনুল ইসলাম বাম পায়ের শট নেন। কিন্তু বল সাইড বারের ঠিক পাশ দিয়ে চলে যায়। ৩২ মিনিটে ব্যবধান দ্বিগুন করে নেয় উদয়ন সংঘ। উপরে উঠে যাওয়া বিজয় চন্দ্র দাস হেড করেন। বল ব্রাদার্স ডিফেন্ডারের পায়ে লেগে জালে ঢুকে যায় (২-০)। দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় উদয়ন সংঘ। বিরতিের পর ব্রাদার্স নতুন উদ্যোণে আক্রমনে উঠে। ১৪ মিনিটে ব্রাদার্সের দু’দফা আক্রমন ঠেকান উদয়ন কিপার মো.ইসহাক। দু’মিনিট বাদে আরো একটি আক্রমণ ক্রসবারে লেগে প্রতিহত হয়। খেলার ৩০ মিনিটে একটি গোল পরিশোধ করে ব্রাদার্স ইউনিয়ন। দলের মিনহাজউদ্দিন জটলা থেকে গোলটি করেন (১-২)। এসময় উদয়ন সংঘের খেলোয়াড়রা ঢিমে তালে খেলতে থাকে। রক্ষণভাগের খেলোয়াড়দেরও একুট ছেড়ে খেলতে দেখা যায়। ব্রাদার্স সমতায় ফিরে আসার এ সুযোগটি পুরোপুরি নিতে পারেনি। অবশ্য খেলার ইনজুরি টাইমে উদয়ন সংঘের বদলী খেলোয়াড় রিয়াদ হোসেন একটি সুযোগ পান। তবে নিশ্চিত গোলের সে সুযোগটি তিনি নষ্ট করেন উপর দিয়ে মেরে দিয়ে। ৯ খেলা শেষে ব্রাদার্স ইউনিয়নের পন্টে সর্বোচ্চ ২২। অন্যদিকে সমান খেলায় উদয়নের পয়েন্ট ১৫। গতকালের এ খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন মাদারবাড়ী উদয়ন সংঘের গোলকিপার মো. ইছহাক। তার হাতে ম্যান অব দ্যা ম্যাচের ক্রেস্ট তুলে দেন সিজেকেএস কাউন্সিলর সাইফুল্লাহ চৌধুরী। লিগের শেষ খেলার পরে রাতে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে পুরস্কার বিতরণ করেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন। উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), সিএমপি ও সিজেকেএস সহ-সভাপতি বিজয় বসাকের সভাপতিত্বে এবং সিডিএফএ সাধারণ সম্পাদক আ.ন.ম. ওয়াহিদ দুলালের সঞ্চালনায় উক্ত সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিডিএফএ সভাপতি এস.এম. শহীদুল ইসলাম, সহ-সভাপতি নজরুল ইসলাম লেদু, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, মো. মশিউর রহমান চৌধুরী, এ বি এম শহিদুল আলম, শারমিন সুলতান, ফেরদৌস আরা, সিজেকেএস নির্বাহী সদস্য আবুল হাসেম, সিডিএফএ কোষাধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান, সিজেকেএস নির্বাহী সদস্য মো. দিদারুল আলম, নাসির মিঞা, মো. হারুন আল রশীদ, রেখা আলম চৌধুরী, সিডিএফএ নির্বাহী সদস্য শাহাদাত হোসেন, কাজী মোহাম্মদ জসিম উদ্দীন, মোহাম্মদ ইসহাক, খেলা পরিচালনা কমিটির চেয়ারম্যান মাহমুদুর রহমান মাহবুব, কো-চেয়ারম্যান মাকসুদুর রহমান বুলবুল, সদস্য আকতারুজ্জামান, মো. এনামুল হক, আলী হাসান রাজু, রায়হান উদ্দিন রুবেল প্রমুখ।