নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে হার দিয়ে টি–টোয়েন্টি সিরিজ শুরু করেছে পাকিস্তান। রান বন্যার এই ম্যাচে পাকিস্তান হেরেছে ৪৬ রানে। কেন উইলিয়ামসন এবং ড্যারিল মিচেলের বিধ্বংসী ব্যাঠিং এর পর টিম সাউদির দুর্দান্ত বোলিং নিউজিল্যান্ডকে সহজ জয় পাইয়ে দেয়। এই ম্যাচে ৪ উইকেট নেওয়া টিম সাউদি আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে প্রথম বোলার হিসেবে ১৫০ উইকেট নেওয়ার কীর্তি গড়েন । তার উইকেট এখন ১৫১টি। অকল্যান্ডের ইডেন পার্কে টস হেরে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় বলেই ডেভন কনওয়েকে হারায় নিউজিল্যান্ড। কিন্তু রানের চাকা দ্রুতই ঘুরছিল কিউইদের। অভিষিক্ত আব্বাস আফ্রিদি এসে ভাঙ্গেন অ্যালেন এবং উইলিয়ামসনের সঙ্গে ৪৯ রানের জুটি। তিনটি করে ছক্কা ও চারের সাহায্যে ১৫ বলে ৩৪ রান করা অ্যালেন ফিরেন। এরপর দুই দফায় জীবন পাওয়া কিউই অধিনায়ক উইলিয়ামসন হাফ সেঞ্চুরি পূরণ করেন ৪০ বলে। ২০২২ সালের নভেম্বরের পর দেশের হয়ে পঞ্চাশের স্বাদ পেলেন তিনি। ফিফটি ছোঁয়া ওভারেই আব্বাসের বলে থামে উইলিয়ামসনের ইনিংস। শেষ হয় মিচেলের সঙ্গে তার ৪০ বলে ৭৮ রানের জুটি। উইলিয়ামসন ফিরেন ৫৭ রান করে। ঝড়ের আভাস দিয়ে ১১ বলে ১৯ রান করে ফিরেন গ্লেন ফিলিপস। তবে তান্ডব চালান মিচেল। ২২ বলে তুলে নেন হাফ সেঞ্চুরি। ২৭ বলে ৬১ রান করা মিচেলকে থামান শাহীন শাহ আফ্রিদি। মার্ক চ্যাপম্যানের ১১ বলে ২৬ ও বাকিদের টুকটাক অবদানে ২২৬ রান জমা করে নিউজিল্যান্ড। শেষ ৫ ওভারে ৫৮ রান তোলে দলটি। পাকিস্তানের পক্ষে ৩টি করে উইকেট নেন শাহীন শাহ আফ্রিদি এবং আব্বাস আফ্রিদি। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দারুন শুরু করেন সাইম আইয়ুব। তবে তৃতীয় ওভারেই ফিরেন এই ওপেনার। ৮ বলে ২৭ রান করে রান আউটের শিকার হন তিনি। ভালো কিছুর আভাস রিজওয়ান দিয়ে বিদায় নেন ২৫ রান করে। এরপর ফাখার জামান, ইফতিখার আহমেদ, আজম খানরা পারেননি টিকতে। কিন্তু একপ্রান্তে লড়াই চালিয়ে ৩৩ বলে হাফ সেঞ্চুরি করেন বাবর আজম। তাকে থামিয়ে দলকে স্বস্তি এনে দেন বেন সিয়ার্স। মুলত বাবর আজম আউট হওয়ার সাথে সাথেই ম্যাচ থেকে ছিটকে পাড়ে পাকিস্তান। আর কোমর সোজা হয়ে দাড়াতে পারেনি। মাত্র ৭ রানে শেষ চার উইকেট হারায় পাকিস্তান। আর তাতেই ১৮০ রানে থামে তাদের ইনিংস। ৩৫ বলে ৫৭ রান করেন বাবর আজম। এছাড়া দুই অংকের ঘরে যেতে পারা ফখর জামান ১৫, ইফতেখার আহমেদ ২৪ এবং আমের জামাল করেন ১৪ রান। নিউজিল্যান্ডের টিম সাউদি নিয়েছেন ৪ উইকেট। ম্যাচ সেরা হয়েছেন ড্যারিল মিচেল। আগামীকাল রোববার সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।











