নগরীর পাথরঘাটাস্থ রাধাগোবিন্দ ও শান্তনেশ্বরী মাতৃমন্দিরে নবনির্মিত মন্দিরের দ্বারোদঘাটন ও ১২ দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে এক প্রস্তুতি সভা গত ২৩ এপ্রিল অনুষ্ঠিত হয়।
সভায় মন্দিরের অধ্যক্ষ শ্রীল শ্যামানন্দ দাস মোহন্ত মহারাজ(শ্যামল সাধু) উপস্থিত সকল ভক্তবৃন্দদের ভক্তবৃন্দদের উপর যে যে দায়িত্ব অর্পন করা হয়েছে তা আন্তরিকতার সাথে সুসম্পন্ন করার অনুরোধ জানান। সভায় উপস্থিত রুহী দাস মহারাজ,যশোদা নন্দ, রাধা দাসী, রঘুনাথ, সীতানাথ দাস, সুমন বিশ্বাস, ডা. রতন ভৌমিক, অ্যাড. শ্যামল, অ্যাড. সুদীপ্ত বিশ্বাস, অজয় সিকদার প্রমুখ।
সভার কার্যক্রম পরিচালনা করেন দেবব্রত নাথ জুয়েল । প্রেস বিজ্ঞপ্তি।