হাটহাজারীর ফতেপুর ইউনিয়নের বর্গাচাষি মোঃ মহিউদ্দিন। তিনি ঋণ করে এক কানি জমিতে বাংলা লাউয়ের চাষাবাদ করেন চিকনদণ্ডী ইউনিয়নের ১নং ওয়ার্ডের নেহালপুর নামক স্থানে। ঋণের প্রায় ৩ লাখ টাকা লাউ ক্ষেতের জমিতে ফসল বুনন, সার বীজ ও ক্ষেতের পরিচর্যার জন্য ব্যয় করেন। ক্ষেতের মধ্যে ফলন শুরু হয়েছে। সপ্তাহ খানেকের মধ্যে ক্ষেতে উৎপাদিত ফসল বিক্রি করার কথা। আশা করেছিলেন এতে তার তিন লাখ টাকার মত আয় হবে। কিন্তু গত শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তার লাউ ক্ষেতের সমস্ত লতা কেটে দিয়েছে।
শুধু বর্গাচাষি মহিউদ্দিন নন, তার পাশাপাশি বাদশা মিয়ার আধা কানি, মোঃ ইকবালের আধা কানি, মোঃ শাহেদের আধা কানি, মোজাহের এর আধা কানি জমিতে লাগানো বাংলা লাউয়ের ক্ষেত এবং আজিজুল হক নামে এক ব্যাক্তির পেপে বাগানও নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। তারা জানান, তাদের সাথে কারো বৈরিতা নেই। কেন এই নৃশংস তারা কেউ বুঝে উঠতে পারছে না। দুর্বৃত্তরা প্রায় তিন কানি জমির ফসল নষ্ট করে দিয়েছে। উপজেলা কৃষি কর্মকতা কৃষিবিদ আল মামুন সিকদার জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি অমানবিক বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, বিষয়টি আইন শৃক্সখলার সাথে জড়িত। প্রয়োজনে এ ব্যাপারে তদন্ত কমিটি করে ঘটনার রহস্য উদঘাটন করা দরকার। এই ঘটনার রহস্য উদঘাটন করা না গেলে দুর্বৃত্তরা আরো বেপরোয়া হয়ে উঠতে পারে। কৃষি বিভাগের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য যতটুকু সম্ভব করা হবে বলে তিনি জানান।