দক্ষিণ কাট্টলীস্থ শাপলা আবাসিকে ওয়াসার পরিত্যক্ত লাইন থেকে রাতের আঁধারে সংযোগ নেয়ার হিড়িক পড়েছে। গত ২১ অক্টোবর রাতে সর্বশেষ একটি সংযোগ নেয়া হয়েছে বলে অভিযোগ বাসিন্দাদের। তখন স্থানীয় বাসিন্দারা ওয়াসার সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করলেও গতকাল বুধবার পর্যন্ত এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়া হয়নি বলে তারা জানান।
স্থানীয়দের অভিযোগ, আবাসিকের প্রবেশমুখে নালার দেওয়ালে ড্রিল করে প্লাস্টিকের পাইপ টেনে কতিপয় বাড়িতে ওয়াসার পরিত্যক্ত লাইন থেকে সংযোগ নেয়া হয়েছে। আগে এসব লাইন থেকে সংযোগ নেয়া হলেও আবাসিকের বাসিন্দাদের আপত্তিরমুখে ওইসব লাইন কেটে দেয়া হয়। কিন্তু সম্প্রতি কয়েকজন বাসিন্দা আবাসিক কল্যাণ সমিতির সিদ্ধান্ত অমান্য করে রাতের আঁধারে পরিত্যক্ত ওইসব লাইন থেকে আবারও সংযোগ নিয়েছেন। এতে করে আবাসিকের পেছনের দিকে বসবাসকারীরা তাদের লাইনে পানি পাচ্ছেন না বলে ওয়াসায় অভিযোগ জানিয়েছেন। এ বিষয়ে আবাসিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক খায়রুল বশার তসলিম কতিপয় বাড়ির মালিক রাতের আঁধারে ওয়াসার পরিত্যক্ত লাইন থেকে সংযোগ নেয়ার কথা স্বীকার করে বলেন, এলাকার পেছনের দিকে বসবাসকারী বাসিন্দারা পানি পাচ্ছেন না বলে অভিযোগ দিয়েছেন, এ বিষয়ে ওয়াসাকে সংযোগ বিচ্ছিন্ন করার অনুরোধ জানিয়েছি।