রাতে হালিশহর কে ব্লকে ৬ তলা ভবনের জেনারেটর রুমে আগুন

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৫ ডিসেম্বর, ২০২৫ at ৪:০৩ পূর্বাহ্ণ

নগরীর হালিশহর কে ব্লকে একটি ৬ তলা ভবনের নিচতলায় জেনারেটর রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত রাত পৌনে ১২ টায় মকসুদুর রহমানের মালিকনাধীন ৬ তলা ভবনের জেনারেটর রুমে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানায় আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কন্ট্রোল অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা। আগুন নির্বাপনে নেতৃত্বদানকারী ফায়ার সার্ভিসের টিম লিডার কালী দাশ জানান, আগুনের খবর পেয়ে ফায়াস সার্ভিসের বন্দর স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত ১২ টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি জানান আমরা আগুন কোথাও ছড়াতে দিইনি। দ্রুত নির্বাপন করতে সক্ষম হয়েছি। আগুনে শুধুমাত্র জেনারেটর রুমের ইলেক্ট্রনিক কিছু তার পুড়ে গেছে।

পূর্ববর্তী নিবন্ধসাত সকালে ভূমিকম্প, উৎপত্তিস্থল ছিল নরসিংদী
পরবর্তী নিবন্ধব্যক্তির জন্য প্রতিষ্ঠান বন্ধ করবে না সরকার : গভর্নর