রাণীরদিঘির পূর্ব পাড়ে কবিতার স্পর্শ যেন
ক্রমাগত ফুরফুরে হচ্ছে।
ঢ’লে পড়ছে মগ্নতা, উপভোগ্য ছন্দের আঁচলে
বাউলা আশ্বিন আহা! তন্দ্রাহীন সুলালিত্যে নাচে ।
সকল প্রতীক মিশে
শ্রমবতী পঙ্ক্তির সাথে,
নিয়ন্ত্রিত কলাকৌশলে খোয়াবের প্রশান্তি ভাসছে।
ডুব সাঁতারে তুলে আনছে
তহুরাময় দর্শন,
‘বাফারিং’ নেই কোনো–শব্দরা ব্যতিব্যস্ত সৌন্দর্যে।
ক্লান্তি ভুলে ডেকে নিচ্ছে
জীবন সীমানার স্তবক,
বিশ্বাসে বুনছে গল্প, কুলুকুলুতে ভেজায় মন।
বাঁধানো দিঘির ঘাটে আছড়ায়ে পড়ে
সব তৃষ্ণা।
‘ট্যাগ’ করছে দিক নিশানা-‘বক্তপুর’ এর সুরে।












