বলে সবাই রাজার রাজা
ভালোবাসার শেষ নেই,
হৃদয় কোণে বসত রাজার
তারই কোন দেশ নেই।
মন্ত্রী ছাড়া সেপাই বিহীন
বিলাস বহুল ঘর নেই,
ভক্ত সংখ্যা গনতে গেলে
একজনও তার পর নেই।
আছে রাজার ছন্দ ছড়ায়
সীমানাহীন রাজ্য,
অগাধ দখল সেখানে তাই
রাজার আসন ধার্য।
সুজন সাজু | বুধবার , ৭ জানুয়ারি, ২০২৬ at ৫:৩১ পূর্বাহ্ণ
