রাজস্ব কর্মকর্তার হাতে সিএন্ডএফ কর্মচারী লাঞ্ছিত

কাস্টমসে কাজ বন্ধ রেখে বিক্ষোভ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৩ নভেম্বর, ২০২০ at ৬:০৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কাস্টম হাউসে রাজস্ব কর্মকর্তার হাতে সিএন্ডএফ কর্মচারী শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার ঘটনায় তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রাম কাস্টমস সিএন্ডএফ এজেন্ট কর্মচারী ইউনিয়ন। গতকাল সোমবার বিকাল তিনটার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় ৪ ঘণ্টা বন্ধ ছিল শুল্কায়ন কার্যক্রম। সন্ধ্যা ছয়টার দিকে কাস্টমস কমিশনার মো. ফখরুল আলমের সাথে বৈঠকের পর কর্মচারীরা পুনরায় কাজ শুরু করেন।
জানা গেছে, বিকেলে চট্টগ্রাম কাস্টমসের ৯(বি) সেকশনের রাজস্ব কর্মকর্তা সাইফুল ইসলামের সাথে সিএন্ডএফ এজেন্টের কর্মচারী তরুণ বডুয়ার একটি ফাইল সামান্য কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাজস্ব কর্মকর্তা সাইফুল তরুণ বড়ুয়া গায়ে হাত তুলেছেন বলে অভিযোগ করেন সিএন্ডএফ কর্মচারী ইউনিয়নের নেতারা।
চট্টগ্রাম সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু দৈনিক আজাদীকে বলেন, একজন রাজস্ব কর্মকর্তার হাতে সিএন্ডএফ কর্মচারী লাঞ্চিত হওয়ায় ঘটনায় তাৎক্ষণিক কাজ বন্ধ রেখে কর্মচারীরা আন্দোলন করেছে। আমরাও তাদের আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করি। কাস্টমসের কর্মকর্তা কখনোই কর্মচারীর গায়ে হাত তুলতে পারেন না।
সিএন্ডএফ এজেন্ট কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, আমাদের ইউনিয়নের সদস্য তরুণ বড়ুয়াকে শারীরিকভাবে লাঞ্চিত করেছে রাজস্ব কর্মকর্তা সাইফুল ইসলাম। এটি অবশ্যই নিন্দনীয় কাজ। তরুণ বড়ুয়া একটি ফাইলের বিষয়ে জানতে চাইলে এই সময় সাইফুল দাঁড়িয়ে তার সাথে খারাপ ব্যবহার করেন। এ সময় তাকে বসে কথা বলার অনুরোধ জানালে তিনি তরুণ বড়ুয়ার শার্টের কলার ধরে টান দেন। এতে তার শার্টের দুই তিনটি বোতাম খুলে পড়ে যায়। তবে কমিশনারের সাথে বৈঠকের পর আমরা আবার কাজ শুরু করেছি। কমিশনার সবাইকে পারস্পরিক শ্রদ্ধা রেখে কাজ চালিয়ে যাওয়ার অনুরোধ জানান।

পূর্ববর্তী নিবন্ধজনশক্তি রপ্তানিতে ধস
পরবর্তী নিবন্ধবন্দরে ১২ গেটের মাত্র পাঁচটিতে স্ক্যানার