রাঙামাটির রাজস্থলী উপজেলায় দুইটি সিএনজি টেক্সির মুখোমুখি সংঘর্ষে মো. হানিফ সওদাগর (৬০) নামে রাঙ্গুনিয়ার এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে চন্দ্রঘোনা–রাজস্থলী সড়কের ইসলামপুর জামতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. হানিফ রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নের ফরাশপাড়া এলাকার বাসিন্দা। তিনি মরিয়মনগর মাছের আড়ত থেকে মাছ কিনে রাজস্থলী বাজারে বিক্রি করতেন বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাঙামাটির রাজস্থলী উপজেলা সদরগামী একটি সিএনজি টেক্সির সঙ্গে বাঙ্গালহালিয়াগামী আরেকটি সিএনজি টেক্সির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চন্দ্রঘোনা ক্রিশ্চিয়ান হাসপাতালে নেয়ার পথে মাছ ব্যবসায়ী হানিফ সওদাগর মারা যান। এ ঘটনায় আহত ঞোনাইচিং মারমা (৩৫) এবং তার আড়াই বছরের সন্তান থুইনুচিং মারমা চিকিৎসাধীন আছেন। চন্দ্রঘোনা ক্রিশ্চিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং জানান, আমাদের হাসপাতালে রাজস্থলী থেকে সিএনজি দুর্ঘটনায় আহত দুজনের চিকিৎসা চলছে। হাসপাতালে আনার আগেই মারা যান হানিফ সওদাগর। রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।