রাজস্থলীতে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

রাঙামাটি প্রতিনিধি | শুক্রবার , ৮ মার্চ, ২০২৪ at ৯:৩১ পূর্বাহ্ণ

রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজারে একটি ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা ও দশ হাজার টাকা জরিমানা দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বিকালে ভ্রাম্যমাণ রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ড দিয়েছেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানিয়েছে, সিলগালা করা মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারের মালিক জুয়েল দাশ নামের এক ব্যক্তি। সেন্টারে আসা চিকিৎসা প্রার্থীদের সঙ্গে নানা প্রতারণা করার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় প্রতিষ্ঠানটিকে সিলগালা এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ বলেন, প্রতিষ্ঠানটির লাইসেন্স ছিল না। এছাড়া মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারে ভুয়া টেকনোলজিস্ট দিয়ে কাজ করানোর প্রমাণ পাওয়া গেছে। যে কারণে ভোক্তা অধিকার আইনে ১০ হাজার টাকা জরিমানা ও সিলগালা করা হয়। অভিযানে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লাঅং মারমাসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধচসিকের বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প ও করমেলা
পরবর্তী নিবন্ধজয় বাংলা কনসার্ট উজ্জীবিত করল চট্টগ্রামের তারুণ্যকে