রাঙামাটির রাজস্থলী উপজেলায় অস্ত্র-গুলিসহ এক যুবককে আটক করেছে নিরাপত্তা বাহিনী। গত রোববার রাত সাড়ে ১১টায় তাকে আটক করা হয়। আটককৃতের নাম উসিংমং মারমা (২৪)। তিনি উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের গাইন্দ্যা পাড়ার বাসিন্দা।
সূত্র জানায়, উসিংমং মারমার কাছ থেকে ১টি চাইনিজ পিস্তল ও ৫ রাউন্ড গুলি পাওয়া যায়। তাকে রাজস্থলী থানায় সোপর্দ করা হবে। বিষয়টি নিশ্চিত করে রাজস্থলী থানার ওসি মফজল আহমদ খান বলেন, ওই যুবককে এখনো থানায় আনা হয়নি। হস্তান্তরের পর মামলা দায়ের করে তাকে কোর্টে প্রেরণ করা হবে।












