রাজনৈতিক সামাজিক বাধা ভাঙতে চান শ্রীলঙ্কার প্রথম রূপান্তরকামী প্রার্থী

পার্লামেন্ট নির্বাচন আজ

| বৃহস্পতিবার , ১৪ নভেম্বর, ২০২৪ at ১০:০১ পূর্বাহ্ণ

শ্রীলঙ্কার পার্লামেন্ট নির্বাচনে প্রকাশ্যে প্রথম একজন রূপান্তরকামী প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন চানু নিমেশা (৪৯)। আজ বৃহস্পতিবার শ্রীলঙ্কার পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। এ নির্বাচনে নিমেশা দেশটির সমাজতান্ত্রিক দলের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সেপ্টেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে শ্রীলঙ্কার বামপন্থি রাজনীতিবিদ অনুঢ়া কুমারা দিশানায়েকের জয়ের দুই মাসেরও কম সময়ের মধ্যে আয়োজিত এই নির্বাচনে প্রায় আট হাজার প্রার্থীর একজন তিনি। দ্বীপদেশ শ্রীলঙ্কায় আরও অন্তর্ভুক্তিমূলক এবং সহনশীল রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার স্বপ্ন নিয়ে এই প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিয়েছেন তিনি। খবর বিডিনিউজের। স্থানীয় অধিকারবাদী গোষ্ঠী ইক্যুয়াল গ্রাউন্ডের তথ্য অনুযায়ী, শ্রীলঙ্কার ২ কোটি ২০ লাখ মানুষের মধ্যে রূপান্তরকামী জনগোষ্ঠী এক শতাংশ। তারা প্রায়শই সামাজিক প্রতিকূলতার মুখোমুখি হয়। দেশটির রাজনৈতিক দলগুলোতে আইনি সুরক্ষার অভাবে থাকা এই জনগোষ্ঠীর প্রায় কোনও প্রতিনিধিত্ব নেই।

রাজধানী কলম্বো থেকে প্রায় ৮০ কিলোমিটার পূর্বে কেগাল্লে জেলা থেকে প্রতিদ্বন্দ্বিতা করা নিমেশা জানান, তিনিই প্রথম রূপান্তরকামী ব্যক্তি যিনি ২২৫ সদস্যের পার্লামেন্টের একটি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

পূর্ববর্তী নিবন্ধদিল্লির বায়ুদূষণ ‘মারাত্মক’ পর্যায়ে, উড়োজাহাজ চলাচলে বিঘ্ন
পরবর্তী নিবন্ধবুকার জিতলেন ব্রিটিশ লেখিকা সামান্থা হার্ভে