রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ আজ

আজাদী ডেস্ক | শনিবার , ১৯ অক্টোবর, ২০২৪ at ৬:১৫ পূর্বাহ্ণ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ শনিবার দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন। হেয়ার রোডে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিকাল ৩টা থেকে এই সংলাপ শুরু হবে বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার।

জানা গেছে, এই সংলাপে আমন্ত্রণ পাওয়া রাজনৈতিক দলগুলো হচ্ছে গণফোরাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, জাতীয় মুক্তি কাউন্সিল, বিজেপি ও লেবার পার্টি।

হাসপাতালে চিকিৎসা শেষে কাজে ফিরেছেন : বিডিনিউজ জানায়, ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ত্বকের ছোটখাটো চিকিৎসা শেষে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস যথারীতি কাজে ফিরেছেন। আজ শনিবার তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপেও বসবেন বলে তার দপ্তর থেকে জানানো হয়েছে।

তার প্রেস সচিব শফিকুল আলম গতকাল শুক্রবার বলেন, প্রধান উপদেষ্টার একটি স্কিন লিজন অপসারণ করতে ছোটখাটো একটা চিকিৎসা হয়েছে। গতকাল তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে গিয়েছিলেন। আজ সকালে আবার নিয়মিত কাজ শুরু করেছেন।

পূর্ববর্তী নিবন্ধরাষ্ট্র সংস্কারের পরই জাতীয় নির্বাচন
পরবর্তী নিবন্ধচসিকের জনবল কাঠামোয় ‘বিশৃঙ্খলা’