বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, জুলাই চেতনাকে যথার্থভাবে মূল্যায়ন করার স্বার্থে জুলাই সনদকে আইনগত মর্যাদা দিতে হবে। জুলাই আমাদের সংস্কার ও দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যে সুযোগ করে দিয়েছে, সকল রাজনৈতিক দল ও নেতৃত্বকে সেটা গভীরভাবে উপলব্ধি করা এবং যথাযথ পদক্ষেপ নিতে হবে। অন্যথায় এই অর্জন ব্যর্থ হয়ে যাবে। ক্ষমতায় যাওয়ার জন্য তাড়াহুড়ো করতে গিয়ে দেশের স্থিতিশীলতা ও ঐক্য বিনষ্ট করা যাবে না। জাতীয় ঐক্য ও জন–আকাঙ্ক্ষার প্রতিফলনে সকল রাজনৈতিক দলকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। ফ্যাসিস্টদের বিচার দ্রুততম সময়ের মধ্যে দৃশ্যমান হতে হবে। ভারতে বসে পতিত ফ্যাসিস্ট বাংলাদেশে বিশৃংখলা ও অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র করছে তাকে অত্যন্ত শক্তিশালী উপায়ে রুখে দিতে হবে।
তিনি গতকাল বৃহস্পতিবার দক্ষিণ জেলা জামায়াতের মজলিশে শুরার সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য অধ্যাপক জাফর সাদেক।
দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা জামায়াতের নায়েবে আমীরদ্বয় যথাক্রমে অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ, ড. হেলাল উদ্দিন মুহাম্মদ নোমান, সহকারী সেক্রেটারিবৃন্দ যথাক্রমে মুহাম্মদ জাকারিয়া, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ জহিরুল ইসলাম, অ্যাডভোকেট মোহাম্মদ আবু নাছের, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাহমদুল হাসান ও মাওলানা নুরুল হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।