চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ মো. আতাউর রহমান বলেছেন, ত্যাগ আর আদর্শের রাজনীতি এখন অনেকাংশে হারিয়ে যেতে বসেছে। সাবেক এমপি মরহুম এবিএম আবুল কাশেম মাস্টার সেই ত্যাগ আর আদর্শিক নেতাদেরই একজন। তিলে তিলে তিনি তৃণমূল থেকে উঠে এসে নেতা হয়েছেন। এজন্য তিনি আজীবন তৃণমূলের কর্মীদের নিজের সন্তানের মতো ভালোবাসতেন। তার মতো নেতা বর্তমান সমাজে বিরল।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত স্মরণসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি একথা বলেন। সংগঠনের সহ সভাপতি মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ পালিতের সঞ্চালনায় দোস্ত বিল্ডিং কার্যালয়ে অনুষ্ঠিত স্মরণসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ সভাপতি আবুল কাশেম চিশতি, যুগ্ম দাধারণ সম্পাদক নুরুল আনোয়ার চৌধুরী বাহার, জসিম উদ্দিন শাহ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বাবলু, প্রচার সম্পাদক প্রদীপ চক্রবর্ত্তী, যুব ও ক্রীড়া সম্পাদক নাজিম উদ্দিন তালুকদার, বন ও পরিবেশ সম্পাদক আবু তালেব, উপ দপ্তর সম্পাদক আ স ম ইয়াছিন মাহমুদ, উপ প্রচার সম্পাদক জেবুন্নেছা জেসী, কার্যনির্বাহী সদস্য ফোরকান উদ্দিন আহমেদ, গোলাম রব্বানী, মহিউদ্দিন আহমেদ মঞ্জু, জেলা কৃষক লীগ সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সেলিম সাজ্জাদ, তাঁতী লীগের রূপক দেব অপু, জেলা ছাত্রলীগের কুমার বিশ্বজিৎ, লিপটন দেনাথ লিপু, তানন চৌধুরী, সৈকত দাশ প্রমুখ।
সীতাকুণ্ড : সীতাকুণ্ড প্রতিনিধি জানান, সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন বলেছেন, সীতাকুণ্ডে গণ মানুষের নেতা ছিলেন সাবেক এমপি এবিএম আবুল কাসেম। তিনি ছিলেন রাজনীতির পাঠশালার শিক্ষক। রাজনৈতিক নেতাকর্মী থেকে শুরু করে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক ছিলেন তিনি। সীতাকুণ্ডবাসী এখনো কাসেম মাস্টারের শূন্যতা অনুভব করছে, যা পূরণ হবার নয়। বাণিজ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও প্যানেল স্পিকার আবুল কাসেম মাস্টারের ৭ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে গতকাল বৃহস্পতিবার আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে খোরশেদ আলম সুজন উপরোক্ত কথা বলেন।
গতকাল সকাল থেকে রাজনীতিবিদ আবুল কাসেমের কবরে শ্রদ্ধা নিবেদন করতে আসেন সর্বস্তরের মানুষ। তিনি চট্টগ্রাম-৪ সংসদীয় আসনের দুই বার নির্বাচিত এমপি ও উপজেলা আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি ছিলেন।
এদিকে দিবসটি উপলক্ষে ছলিমপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে অয়োজন করা হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চেয়ারম্যান শেখ রেজাউল করিম বাহারের সভাপতিত্বে ও চেয়ারম্যান এইচ এম তাজুল ইসলাম নিজামীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক মহানগর পিপি এড. ফখর উদ্দিন, এ কে এম জাফরউল্লাহ, গোলাম রব্বানী, মনিরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য আ ম ম দিলসাদ, চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ মিয়াজি, মোরশেদ হোসেন চৌধুরী, মনির আহমেদ, সালাহউদ্দিন আজিজ, নাজিম উদ্দিন, মনিরুল ইসলাম প্রমুখ।