রাজনীতিকে ব্রত হিসেবে নিয়েছিলেন কাজী জসিম

শোকসভায় তথ্যমন্ত্রী

রাঙ্গুনিয়া প্রতিনিধি | সোমবার , ১৩ নভেম্বর, ২০২৩ at ১০:১৬ পূর্বাহ্ণ

তথ্য ও সমপ্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি প্রয়াত কাজী মোহাম্মদ জসিম উদ্দিন প্রসঙ্গে বলেন, কাজী জসিম রাঙ্গুনিয়ায় আওয়ামী রাজনীতিকে সুসংগঠিত করতে ভূমিকা রেখেছেন। তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক মহৎ কর্মকাণ্ডের মাধ্যমে সারাজীবন মানুষের মাঝে বেঁচে থাকবেন।

গতকাল রোববার বিকালে উপজেলার সরফভাটা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে সরফভাটা ইত্যাদি চত্বরে আয়োজিত রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত কাজী মোহাম্মদ জসিম উদ্দিনের শোকসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

. হাছান মাহমুদ বলেন, কাজী জসিম ত্যাগী রাজনৈতিক নেতা ছিলেন। রাজনীতিকে ব্রত হিসেবে নিয়ে আওয়ামী রাজনীতি করে গেছেন। তিনি পরিচ্ছন্ন রাজনৈতিক হিসেবে সবার কাছে গ্রহণযোগ্য ছিলেন। ইচ্ছা করলেই তিনি অনেক সম্পদের মালিক হতে পারতেন। কিন্তু তিনি অর্থবিত্তের সাথে না জড়িয়ে রাজনীতি করে গেছেন। বর্তমান সময়ে এই ধরনের রাজনৈতিক ব্যক্তিত্বের খুবই প্রয়োজন।

সভায় প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম। তিনি প্রয়াত কাজী মোহাম্মদ জসিমের বর্ণাঢ্য রাজনৈতিক কর্মকাণ্ড অনুসরণঅনুকরণ করার জন্য বর্তমান আওয়ামী নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবদুর রউফ মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহসান হাবিবের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি স্বজন কুমার তালুকদার, আবুল কাশেম চিশতি, ধর্ম সম্পাদক শাহজাহান সিকদার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মোহাম্মদ সেলিম, সদস্য আকতার হোসেন খান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সামশুল আলম তালুকদার, সহসভাপতি আকতার কামাল চৌধুরী, প্রয়াতের বড় ভাই কাজী মোহাম্মদ হাশেম, আওয়ামী লীগ নেতা নিজাম উদ্দিন বাদশা, শেখ ফরিদ উদ্দিন চৌধুরী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৭. ১৬ কোটি টাকা
পরবর্তী নিবন্ধনিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবেন না তাসকিন